ভৃঙ্গরাজ বা ভিমরাজ - Bhringraj

 পরিচিতিঃ

ভৃঙ্গরাজ বা ভিমরাজ সূর্যমূখী প্রজাতির একটি সপুষ্পক উদ্ভিদ। অনেকে ভৃঙ্গরাজকে Singapore Daisy, Creeping-oxeye, Trailing Daisy, এবং Wedelia নামেও চিনে। বৈজ্ঞানিক নাম Eclipta alba Hessk এবং পরিবার Cmpositae.

ভৃঙ্গরাজ একটি ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ, স্থানভেদে কখনো ভূলুন্ঠিত হয়। এটির ফুল হলুদ হয়। ভৃঙ্গরাজের আরো তিনটি প্রজাতি লক্ষ্য করা যায়। একটির ফুল নীল, একটির সাদা এবং অন্যটির ডাঁটা একটু লালচে। ৩.৪ সে.মি. থেকে ৯.৫ সে.মি. পর্যন্ত লম্বা হয়। ডাঁটা রসালো, নরম, সূক্ষ্ণ লোমশ ও দ্রুত বাড়ে। বর্ষাকালে হলুদ রঙের ফুল হয় এবং শরৎকালে ফল হয়। এর ডাঁটা গিরা থেকে পাতা বের হয়। পাতার ৪.০-৮.০সে.মি. লম্বা এবং ১.২-২.০ সে.মি. পর্যন্ত চওড়া হয়। পাতার কিনারা হালকা খাঁজকাটা। ডাঁটার প্রতি গের থেকে দুটি করে পাতা বিপরীতমুখী হয়ে গজায়। পাতার আকৃতি লম্বাটে বর্শাকৃতি অমসৃণ ও খসখসে।

Bhringraj_Plants_BD


আদি নিবাসঃ 

এর আদি নিবাস মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল হলেও পুরো আমেরিকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের প্রায় সর্বত্র এ তৃণটি দেখা যায়। সাধারনত ভেজা কিংবা আদ্র অঞ্চলে এর উপস্থিতি বেশী দেখা যায়। 

বংশবিস্তারঃ

ভৃঙ্গরাজের চাষ করা খুবই সহজ। এর অঙ্গজ জননই সহজ। পুরো গাছ কিনবা ডালের একটা অংশ ভেজা মাটিতে লাগিয়ে ঠিক মতন পানি দিলেই এর বংশ বিস্তার সহজ। তবে ভঙ্গরাজ যেহেতু ভেজা আর স্যাঁতসেঁতে স্থানে হয় সেহেতু পরিমান মতন পানি না পেলে এই গাছ সহজেই মারা যাবে। 

ঔষধি গুণাগুনঃ 

এ১) সূর্যোদয়ের পর অনেকের মাথায় যন্ত্রণা হয় বা আধকপালে ব্যথা হয়, সেক্ষেত্রে ভৃঙ্গরাজের পাতার রস মাথায় মাখলে উপশম হয়।

২) মাথার চুল ওঠায় এই পাতার রস দুপুরে মাথায় লাগালে অথবা রস দিয়ে তেল পাক করে ব্যবহার করলেও চুল পড়া বন্ধ হয়।

৩) নারীরা শ্বেত প্রদরের শিকার হলে প্রায়ই মাথার চুল উঠে যায়, সেক্ষেত্রে ভৃঙ্গরাজের পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে দিনে দুইবার মাথা ধুলে ৩/৪ দিনের মধ্যে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়।

৪) চোখ উঠে পুঁজ জমলে ২০/২৫ ফোঁটা ভৃঙ্গরাজের রস পানিতে মিশিয়ে এ পানি দিয়ে চোখ ধুলে এটি সেরে যাবে।

৫) পাইরিয়া হলে ভৃঙ্গরাজের পাতার গুঁড়া করে মাজনের মত ২/৪ মিনিট ব্যবহার করলে দোষটি সেরে যায়। এছাড়াও এতে মাড়ি শক্ত হয় এবং মাড়িতে কোন ঘা থাকলে পাতার ক্বাথ দিয়ে কয়েকটি দিন মুখ ধুলে সেরে যায়।

৬) গুঁড়া কৃমির উপদ্রব হলে এর পাতার রস পূর্ণবয়স্কদের জন্য এক চা চামচ এক কাপ পানিতে মিশিয়ে খেলে উপদ্রব কমে যায়।

৭) অজীর্ণ মল, তার সঙ্গে আমও আছে, এরকম ক্ষেত্রে ২৫/৩০ ফোঁটা ভৃঙ্গরাজ পাতার রস প্রতিদিন আধা কাপ ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে খেলে ভালো হয়।

৮) ভৃঙ্গরাজ পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায়।

৯) রক্তে শ্বেত কনিকা বেড়ে গেলে ২৫/৩০ ফোঁটা এই পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেলে স্বাভাবিক হয়ে আসে।

১০) দাঁতে ভৃঙ্গরাজ রসের প্রলেপ দিলেও বেশ উপকার হয়।

চুলের যত্নে ভৃঙ্গরাজ বা ভিম্রাজঃ  

১.   ২চামচ ভৃঙ্গরাজ তেল গরম করে নিন। হালকা গরম তেল স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। অন্তত আধঘণ্টা রেখে দিন। এর বেশী রাখতে পারলে আরও ভালো। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন এই তেল ম্যাসাজ করুন। ধীরে চুল দেখবেন কেমন ঘন, সাইনি হচ্ছে এবং ভলিউমও বাড়বে চুলের।

২.  ১চামচ আমলকী পাউডার ও ২চামচ ভৃঙ্গরাজ তেল। তেলের মধ্যে আমলকী পাউডার মেশান। এটা এবার কম আঁচে গরম করুন। ততক্ষণ গরম করুন, যতক্ষণ না পাউডারের রঙ পরিবর্তন হচ্ছে। পাউডার গাঢ় ব্রাউন রঙের হয়ে গেলে নামিয়ে নিন। তারপর তেল আলাদা জেয়গায় সংরক্ষণ করুন। এটা স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। ১৫ মিনিট মত ম্যাসাজ করুন। তারপর একঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। মাইলড শ্যাম্পু হলে ভালো হয়। সপ্তাহে দু থেকে তিনদিন করুন। একমাস পর চুলের তফাৎটা নিজেই বুঝতে পারবেন।

৩. ১চামচ ক্যাস্টর অয়েল ও ১চামচ ভৃঙ্গরাজ তেল। দুটি তেল একসাথে মিশিয়ে গরম করুন। তারপর হালকা গরম তেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ভালো করে ১৫ মিনিট ম্যাসাজ করুন। অন্তত একঘণ্টা রেখে দিন। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলুন। সপ্তাহে দু তিনদিন করলে, একমাসের মধ্যেই নতুন চুল গজাবে ও চুল পড়াও কমবে।

৪. দুটি জবা ফুল ও ২চামচ ভৃঙ্গরাজ তেল। জবা ফুলের পাপড়ি নিন। তেলের মধ্যে পাপড়ি দিয়ে তেল গরম করুন। যতক্ষণ না পাপড়ি ও তেলের রঙ পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গরম করুন। রঙ পরিবর্তন হলে, মানে কালচে লাল হলে নামিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে পাপড়ি বাদ দিয়ে দিন। এবার এই তেলটা স্ক্যাল্পে ম্যাসাজ করুন। অন্তত একঘণ্টা রাখুন। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করুন।

৫. ১চামচ শিকাকাই পাউডার ও ২চামচ ভৃঙ্গরাজ তেল। শিকাকাই পাউডার ও ভৃঙ্গরাজ তেল একসাথে গরম করুন। যখন পাউডার একদম কালচে লাল বা গাঢ় রঙের হয়ে যাবে, তখন নামিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে, স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। একঘণ্টা বা তার বেশী রাখুন। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন করুন।

৬. ১চামচ নারকেল তেল ও ১চামচ ভৃঙ্গরাজ তেল। নারকেল ও ভৃঙ্গরাজ তেল মিশিয়ে নিন। এটা গরম করুন। হালকা গরম এই তেল স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। একঘণ্টা বা সারারাত রাখতে পারলে আরও ভালো। পরদিন সকালে মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন মাখুন এই তেল।



Reference:  ১। https://baisc.wordpress.com/%E0%A6%86%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7/%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AB%E0%A6%B8%E0%A6%B2/%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B7%E0%A6%9C-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F/%E0%A6%AD%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C/

২। https://www.ekushey-tv.com/%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%93%E0%A6%A0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C/29954#:~:text=%E0%A7%AE%29%20%E0%A6%AD%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%20%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%B0%E0%A6%B8%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC,%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F%20%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AE%20%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%20%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A6%E0%A5%A4

৩। https://khabor365.com/%E0%A6%AD%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87/

Previous Post Next Post